বাংলাদেশের কৃষি সম্পদ
০১. বাংলাদেশের মোট জমির পরিমাণ কত?
=> ৩ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার একর/ ৩ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার একর।
০২. বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমান কত?
=> ২ কোটি ১ লাখ ৫৭ হাজার একর(৮০ লাখ ৩০ হাজার হেক্টর–বিশ্বব্যাঙ্কের প্রতিবেদনে)
০৩. বাংলাদেশে চাষের অযোগ্য জমির পরিমান কত?
=> ২৫ লক্ষ ৮০ হাজার একর।
০৪. বন্যা প্লাবিত জমির পরিমাণ কত?
=> ১ কোটি একর।
০৫. সেচ ব্যবস্থাধীন এলাকার জমির পরিমাণ কত?
=> ৯২ লাখ একর।
০৬. মাথাপিছু আবাদি জমির পরিমাণ কত?
=> ০.২৮ একর বা ০.৮ হেক্টর।
০৭.বাংলাদেশে বর্তমানে মাথাপিছু জমির পরিমাণ কত ডেসিমেল?
=>বাংলাদেশে বর্তমানে মাথাপিছু জমির পরিমাণ ১৪ ডেসিমেল।
০৮. বাংলাদেশে কৃষক প্রতি আবাদি জমির পরিমাণ কত?
=> ১.৫০ একর।
৯। প্রতিবছর গড়ে কত কমছে কৃষি জমি?
=> দেশের কৃষি জমি কমছে বছরে ৬৮ হাজার ৭০০ হেক্টর। (পরিসংখ্যান ব্যুরো ও কৃষি বিভাগের হিসাবমতে, প্রতি বছরই এক শ ভাগের এক ভাগ কৃষি জমি কমে যাচ্ছে।)
১০। বাংলাদেশে কৃষক পরিবারের সংখ্যা কত?
=>বাংলাদেশে ১ কোটি ৭৬ লাখ ৮০৪টি কৃষক পরিবার রয়েছে। তাদের শতকরা প্রায় ৬০ ভাগই প্রান্তিক পর্যায়ের কৃষক।