নদ-নদী

বাংলাদেশের প্রধান প্রধান নদ-নদীর নাম কি কি ?   
পদ্মা, মেঘনা, যমুনা, ব্রক্ষপুত্র, কর্নফুলী, সুরমা, মধুমতি ।

শাখা-প্রশাখাসহ বাংলাদেশের নদ-নদীর সংখ্যা কত ?  
২৩০ টি ।

বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি ?   
সুরমা (দৈর্ঘ্য ৩৯৯ কিঃমিঃ)

বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি ?  
পদ্মা (দৈর্ঘ্য ৩৬৬ কিঃমিঃ)

বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি ?   
ব্রক্ষপুত্র (বাংলাদেশে একটি মাত্র নদ)

বাংলাদেশের প্রশন্ত নদী কোনটি ?   

কর্নফুলী ।

বাংলাদেশ ও মায়ানমারকে বিভুক্তকারী নদী কোনটি ?  
নাফ ।

নাফ নদীর দৈর্ঘ্য কত ?   

৫৬ কিঃমিঃ ।

বাংলাদেশ ও ভারতকি বিভক্তকারী নদী কোনটি ?   

হাড়িয়াভাঙ্গা ।

দক্ষিন তালপট্রি দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত ?   
সাতক্ষীরা জেলার হাড়িয়াভাঙ্গা নদীর ।

ভারত কোন নদীর উপর ফারাক্কা বাধ তৈরি করেছে ?   
গঙ্গা ।

মেঘনা নদীর উৎপত্তিস্থল কোথায় ?   
আসামের লুসাই পাহাড়ে ।

উৎপত্তিস্থলে মেঘনার নাম কি ?  
বরাক নদী ।

কোন নদী বাংলাদেশের ভিতরে দুই ভাগ হয়ে কিছু দূর প্রবাহিত হয়ে পুনরায় মিলিত হয় ?  
মেঘনা ।

দুইভাগ হয়ে মেঘনা কি কি নামে প্রবাহিত হয় ?   
সুরামা ও কুশিয়ারা ।

মেঘনা নদী কোথায় পতিত হয়েছে ?   
বঙ্গোপসাগরে ।

বাকল্যান্ড বাধ কোন নদীর তীরে অবস্থিত ?
 বুড়িগঙ্গা ।

পদ্মা নদী মেঘনার সাথে মিলিত হয়েছে কোথায় ?
চাদপুর ।

পদ্মা নদী যুমনার সাথে মিলিত হয়েছে কোথায় ?  
গোয়ালন্দ ।

বাংলাদেশের জলসীমার উৎপত্তি ও সমাপ্তী নদী কোনটি ?  

হালদা ও সাঙ্গু ।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?   
কর্নফুলী নদীর উপর ।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মান করা হয় কবে ?   
১৯৬২ সালে ।

জোয়ার ভাটা হয় না কোন নদীতে ?   
গোমতী ।

গোমতী নদীকে কি বলা হয় ?   
কুমিল্লার দুঃখ ।

বাংলাদেশের মোট অভিন্ন বা আন্তঃসীমান্ত নদী কতটি ?   
৫৮টি ।

ভারত হতে বাংলাদেশে আসা নদী কতটি ? 
৫৫ টি ।

বাংলাদেশের আন্তর্জাতিক নদীর সংখ্যা কতটি ?   
১ টি (পদ্মা/গঙ্গা) ।

বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী কতটি ?   
১টি (কুলিখ) ।

কোন নদী একজন ব্যক্তির নামে নামকরন করা হয়েছে ?   
রূপসা (রূপ লাল সাহার নামে) ।

যমুনা নদীর পূর্ব নাম কি ?   
জোনাই নদী ।

বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম কি ?  
দোলাই নদী (দোলাই খাল)

পদ্মা নদীর পূর্ব নাম কি ?   
কার্তি নাশা ।

বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী ?   
ধলেশ্বরী ।

নদী সিকস্তি কারা ?   
নদীর ভাঙ্গনে সর্বস্বান্ত জনগন ।

নদী পয়স্তী কারা ? 
নদীর চর জাগলে যারা চাষাবাদ করতে যায় ।

কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত ?   
মেঘনা ।

শীতলক্ষ্যা নদীর উৎপত্তি হয়েছে কোথায় থেকে ?   
পদ্মা নদী থেকে ।

বাংলাদেশের প্রধান নদী বন্দর কোনটি ?  

নারায়নগঞ্জ ।

বাংলাদেশের নদী গবেষনা ইনষ্টিটিউট কোথায় অবস্থিত ?   
ফরিদপুরে ।

বাংলাদেশের কোন জেলাটির নামকরন করা হয়েছে একটি নদীর নামানুসারে ?   
ফেনী ।

টিপাইমুখ কোথায় অবস্থিত ?   
ভারতের মনিপুর রাজ্যের চুরাচাদপুর জেলায় ।

ভারত সম্প্রতি কোন নদীতে বাধ দেয়ার পরিকল্পনা গ্রহন করেছে ?   
টিপাইমুখ নামক স্থানে বরাক নদীতে ।