এশিয়ার ইতিহাস

ভারতে কয় কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রয়েছে?
উঃ দুই কক্ষ বিশিষ্ট।

ভারতে দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টের নামগুলো কি কি?
উঃ রাজ্যসভা ও লোকসভা।

ভারতে রাজ্যসভার মোট আসন সংখ্যা কত?
উঃ ২৫০ টি (২৩৮টি নির্বাচিত এবং ১২টি সংরক্ষিত)।

ভারতে লোকসভার মোট আসন সংখ্যা কত?
উঃ ৫৫২ টি (৫৫০টি নির্বাচিত এবং ২টি সংরক্ষিত)।

ভারতে লোকসভার কত আসনে বর্তমানে নির্বাচন হয়?
উঃ ৫৪৩ টি।

ভারতের স্বাধীনতা লাভের পর কোন মহিলা গর্ভনর নিযুক্ত হন?
উঃ সরোজিনী নাইডু।

মহাত্মা গান্ধী দক্ষিন আফ্রিকা থেকে কবে দেশে প্রত্যাবর্তন করেন?
উঃ ৯ জানুয়ারী ১৯১৫।

মহাত্মা গান্ধী কবে নিহত হয়েছিলেন?
উঃ ৩০ জানুয়ারী, ১৯৪৮ (বিড়লা হাউজে)।

বিড়লা হাউসের বর্তমান নাম কি?
উঃ গান্ধী সদন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এসউইচ বধ্যভূমিতে কত লোককে হত্যা করা হয়েছিল?
উঃ ১৫ লক্ষ।

ভারতের কংগ্রেসের বর্তমান সভাপতি কে?
উঃ সোনিয়া গান্ধী।

মাদার তেরেসা কবে মৃত্যুবরণ করেন?
উঃ ৫ সেপ্টেম্বর ১৯৯৭।

জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ড কবে হয়েছিল?
উঃ ৯ জানুয়ারী ১৯১৫।

জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ড কে নেতৃত্ব দিয়েছিল?
উঃ জেনারেল রেজিল্যান্ড ডায়ার।

জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ডে কয়জন নিহত ও আহত হয়েছিলেন?

উঃ ৫০০ ও ১,৫০০ জন।

ভারত-চীন যুদ্ধ কবে সংগঠিত হয়?

উঃ ১১ অক্টোবর, ১৯৬২।

ইন্দিরা গান্ধী কবে আততায়ীর গুলিতে নিহত হন?
উঃ ৩১ অক্টেবর ১৯৮৪।

ভারতীয় সংবিধানের প্রস্ত্মাবের জনক কে?
উঃ জওহরলাল নেহেরম্ন।

তাসখন্দ চুক্তি কবে সাÿরিত হয়?
উঃ ১১ জানুয়ারী ১৯৬৬।

ভারতের রাজ্যসভার চেয়ারম্যান কে?
উঃ উপ-রাষ্ট্রপতি।

ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে?
উঃ মোরারজি দেশাই।

পশ্চিমবঙ্গের বর্তমান মূখ্যমন্ত্রী কে?
উঃ বুদ্ধদেব ভট্রাচার্য।

ভারত কবে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়?
উঃ ১৮ মে ১৯৭৪।

ইবনে বতুতা কবে ভারত গমন করেন?
উঃ ১৩৩৩ সালে।

ভাস্কো-দা-গামা কবে কালিকট বন্দরে আগমন করেন?
উঃ ১৪৪৮ সালে।

পর্তুগীজরা কবে গোয়া দখল করে?
উঃ ১৫১০ সালে।

শেরশাহ কবে হুমায়নকে পরাজিত করে দিলস্নীর মসনদ দখল করে?
উঃ ১৫৩৯ সালে।

সম্রাট আকবরের নির্দেশে কবে জিজিয়া কর প্রত্যাহার করা হয়?
উঃ ১৫৬৪ সালে।

আকবর কবে দীন ই এলাহি ধর্ম প্রবর্তন করেন?
উঃ ১৫৮২ সালে।

ভারত ও পাকিস্ত্মানের মাঝে বিখ্যাত সিমলা চুক্তি স্বাÿর হয়েছিল কবে।
উঃ ৩ জুলাই ১৯৭২ সালে।

মনসবদারী প্রথার প্রচলন করেন কোন সম্রাট?   
উঃ সম্রাট আকবর।