সকল প্রশ্ন ও উত্তর সমুহপ্রশ্নের বিভাগ সমূহঃ: Questionsপেন্ডুলাম চালিত একটি ঘড়ি খনিতে নিয়ে যাওয়া হলে নীচের কোনটি ঘটবে?
User MailUser Mail প্রশ্ন জিজ্ঞাসা করেছেন 5 years আগে

পেন্ডুলাম চালিত একটি ঘড়ি খনিতে নিয়ে যাওয়া হলে নীচের কোনটি ঘটবে?
1. ঘড়িটি দ্রুত চলবে।
2. ঘড়িটি বন্ধ হয়ে যাবে।
3. ঘড়িটি ধীরে চলবে
4. কোন পরিবর্তন হবে না।..

এর উত্তর হবে ঘড়িটি ধীরে চলবে.. কিন্তু কিভাবে হল সেটা বুঝতে পারলাম না .. বুঝিয়ে  ভালো হয়

1 উত্তর
Reza ParvezReza Parvez জবটেস্টবিডি মডারেটর উত্তর দিয়েছেন 5 years আগে

যেহেতু অভিকর্ষজ ত্বরণ g এর মান ভূপৃষ্ঠে সবচেয়ে বেশী এবং ভূপৃষ্ঠ থেকে যত উপরে বা নিচে যাওয়া হয় অভিকর্ষজ ত্বরণ g এর মান কমতে থাকে।
আর সরল দোলকের ৩য় সূত্রানুযায়ী,  (দোলন কাল)T ব্যাস্তানুপাতিক √g ( অভিকর্ষজ ত্বরণ )।
 সুতরাং, দোলনকাল বেড়ে যাবে। ফলে ঘড়িটি ধীরে ধীরে চলবে।