JobTestBD

Question : জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে-
Answer : ক্রোমোসোম
Question : I spent – -with the patient
Answer : some time
Question : I count – -your help
Answer : upon
Question : Trees have – – off their leaves
Answer : cast
Question : রোহিনী-বিনোদিনী-কিরণময়ী- কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?
Answer : কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
Question : চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?
Answer : মনসামঙ্গল
Question : ইউসুফ জোলেখা- প্রণয়কাব্য অনুবাদ করেছেন-
Answer : শাহ মুহম্মদ সগীর
Question : কখনো উপন্যাস লেখেন নি-
Answer : সুধীন্দ্রনাথ দত্ত
Question : দুধেভাতে উৎপাত- গল্পগ্রন্থের রচয়িতা-
Answer : আখতারুজ্জামান ইলিয়াস
Question : আমার সন্তান যেন থাকে দুধেভাতে- এ প্রার্থণাটি করেছে-
Answer : ঈশ্বরী পাটনী
Question : হ্ম-এর বিশ্লিষ্ট রূপ-
Answer : হ ম
Question : নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে-
Answer : কল্যাণীয়েষু
Question : পেয়ারা- কোন ভাষা থেকে আগত শব্দ?
Answer : পর্তুগিজ
Question : সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন-
Answer : শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ
Question : শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন-
Answer : স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
Question : প্রাতঃরাশ-এর সন্ধি-
Answer : প্রাতঃ + আশ
Question : যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয়-
Answer : ক্রিয়া-বিশেষণ
Question : রামগরুড়ের ছানা- কথাটির অর্থ-
Answer : গোমড়ামুখো লোক
Question : নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয় নি?
Answer : ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ১৯৫২
Question : বামেতর- শব্দটির অর্থ-
Answer : ডান
Question : প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন-
Answer : অশোক মুখোপাধ্যায়
Question : নিরানব্বইয়ের ধাক্কা- বাগধারাটির অর্থ-
Answer : সঞ্চয়ের প্রবৃত্তি
Question : যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়-
Answer : নিত্য সমাস
Question : If I had known you were coming ___.
Answer : I would have gone to the station.
Question : Choose the correct option: Even as harvesting was goin on ___.
Answer : the rainy season began
Question : Which phrase contains words opposed to each other in meaning?
Answer : Reproduction and death
Question : Find out the correct translation: সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
Answer : It has been drizzling since morning.
Question : A person whose ‘head’ is in the ‘cloud’ is-
Answer : a day dreamer
Question : Identify the correct sentence:
Answer : She had faith in and hopes for the future.
Question : Choose the correct tense:
Answer : Javed was so exhausted that he was lying down for a sleep
Question : A synonym for resentment is-
Answer : anger
Question : The captain left the boat, because it ___.
Answer : turned over
Question : One should be careful about ___ duty.
Answer : one’s
Question : Three-fourths of the work __ finished.
Answer : has been
Question : We waited unitl the plane ___.
Answer : took off
Question : Chosse the correct sentence:
Answer : Rahim ate almost the whole fish
Question : She argued ___ me about the marriage.
Answer : with
Question : Identify the correct passive form- Open the window.
Answer : Let the window be opened
Question : Choose the appropriate meaning of the idiom- Swan song
Answer : Last work
Question : ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কী হিসেবে?
Answer : চুম্বক ক্ষেত্র হিসেবে
Question : ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে?
Answer : -৪০⁰
Question : অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
Answer : ইনসুলিন
Question : টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কী?
Answer : সোডিয়াম মনো গ্লুটামেট
Question : তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
Answer : বায়বীয় পদার্থ
Question : পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে?
Answer : নিউট্রন ও প্রোট্রন
Question : মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন?
Answer : মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে
Question : আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?
Answer : মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে
Question : প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশী মৃদু পানি পাওয়া যায়?
Answer : বৃষ্টি
Question : রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়-
Answer : গলগণ্ড রোগ নির্ণয়ে
Question : যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-
Answer : সূর্যগ্রহণ
Question : বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে-
Answer : পাশাপাশি দুটো দাঁতের দাগ
Question : লোকভর্তি হলঘরে শূন্যঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ-
Answer : শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
Question : পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ-
Answer : খ ও গ উভয়ই ঠিক
Question : কম্পিউটারের কোনটি নেই?
Answer : বুদ্ধি-বিবেচনা
Question : পিসিকালচার- বলতে কী বোঝায়?
Answer : মৎস্য চাষ
Question : মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র-
Answer : স্ফিগমোম্যানোমিটার
Question : রেক্টিফাইড স্পিরিট হল-
Answer : ৯৫% ইথাইল এলকোহল ৫% পানি
Question : তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয়?
Answer : দস্তা (জিঙ্ক)
Question : এটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভর সংখ্যা বেড়ে যায় বলে তাদের বলা হয়-
Answer : আইসোটোপ
Question : ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কে ছিলেন?
Answer : মেজর জেনারেল কে এম শফিউল্লাহ
Question : Food and Agricultural Organisation-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
Answer : রোম
Question : The Asian Drama- গ্রন্থের রচয়িতা কে?
Answer : গুনার মিরডাল
Question : নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী?
Answer : তিরানা
Question : IFC বলতে কী বুঝায়?
Answer : ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন
Question : Organisation of African Unity কত সালে প্রতিষ্ঠিত হয়?
Answer : ১৯৬৩ সালে
Question : ইসরাইল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল?
Answer : ১৯৬৭ সালে
Question : No-fly-zone কোন দেশে অবস্থিত?
Answer : ইরাক
Question : মাইকেল এঞ্জেলো কোন দেশের শিল্পী?
Answer : ইতালি
Question : ম্যাকমোহন লাইন- কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
Answer : চীন ও ভারত
Question : কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত
Answer : কোনটিই নয়
Question : ফনোগ্রাফ কে আবিষ্কার করেন?
Answer : এডিসন
Question : ইসলামী উন্নয়ন ব্যাংকের সদরদপ্তর কোথায় অবস্থিত?
Answer : জেদ্দা
Question : কোনটি চির শান্তির শহর নামে পরিচিত?
Answer : রোম
Question : বাবেল মান্দেব- কী শব্দ?
Answer : ফারসি
Question : জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন প্রতিটি সদস্যরাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে?
Answer : পাঁচ জন
Question : পিএলও(PLO) কখন গঠিত হয়?
Answer : ১৯৬৪ সালে
Question : নক্রুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
Answer : ঘানা
Question : কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
Answer : ৫০০ জন
Question : ৭২ কেজি ওজনবিশিষ্ট একটি মিশ্রণ A এর ১৭ ভাগ, B এর ৩ ভাগ এবং C এর ৪ ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে B কতটুকু আছে?
Answer : ৯ কেজি
Question : একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?
Answer : ১(২/৩)
Question : ২০ সদস্যবিশিষ্ট একটি ফুটবল দল হতে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে?
Answer : ১৯০
Question : কোন সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা যদি ৫ ও ১৭ হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত?
Answer : ২৯
Question : ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, … ধারাটির পরবর্তী সংখ্যা কত?
Answer : ৫৫
Question : ৩/২ এর শতকরা কত হবে?
Answer : ১৫০%
Question : M সংখ্যক সংখ্যার গড় A এবং N সংখ্যার সংখ্যক গড় B, সবগুলো সংখ্যার গড় কত?
Answer : (AM + BN)/(M+N)
Question : যদি তৈলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তৈলের ব্যবহার শতকরা কত কমালে, তৈল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
Answer : ২০%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *