চুক্তি ও সনদ

বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি কত বছরের জন্য স্বাক্ষরিত হয় ? ২৫ বছর ।
বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তির মেয়াদ কবে শেষ হয় ? ১৮ মার্চ, ১৯৯৭।
বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তিতে স্বাক্ষর করেন কে ? বাংলাদেশের পক্ষে শেখ মজিবুর রহমান ভারতের পক্ষে ইন্দিরা গান্ধী ।
গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় কবে ? ১২ ডিসেম্বর, ১৯৯৬ ।
গঙ্গা পানি চুক্তি কত বছরের জন্য স্বাক্ষতির হয় ? ৩০ বছরের ।
গঙ্গা পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় ? নয়াদিল্লীর হায়দ্রাবাদ হাউসের মুঘল ডাউনিং হলে ।
গঙ্গা পানি চুক্তিতে কে কে স্বাক্ষর করেন ? বাংলাদেশের পক্ষে শেখ হাসিনা ভারতের পক্ষে দেব গৌড়া ।
গঙ্গা পানি চুক্তি বন্টন ১৯৯৬ সাল অনুযায়ী ১ লা জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত বাংলাদেশের কমপক্ষে কত হাজার কিউসেক পানি পাবে ? ৩৫ হাজার ।
পানি প্রবাহ ৭৫ হাজার বা তার উর্ধ্বে হলে ভারত কত হাজার কিউসেক পানি পাবে ? ৪০ হাজার
ফারাক্কা বাধে পানির পরিমান ৭০ হাজার কিউসেক হলে ভারত ও বাংলাদেশ কি হারে পানি পাবে ? সমান হারে ।
ফারাক্কা বাধ চালু হয় কবে ? ১৯৭৫ সালে ।
জাতিসংঘের কোন অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে ফারাক্কা ইস্যু উথাপন করা হয় ? ৩১ তম অধিবেশনে ।
পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে ? ২ ডিসেম্বর, ১৯৯৭ ।
পার্বত্য শান্তি চুক্তিতে স্বাক্ষর করে কে কে ? বাংলাদেশের পক্ষে চীপ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ এবং পার্বত্য চট্রগ্রামের জনসংহতি সমিতির পক্ষে জ্যোতিরিন্দ্র বধি প্রিয় লারমা ।
পার্বত্য শান্তি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় ? প্রধানমন্ত্রী কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ।
শান্তি বাহিনী আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় কবে ? ৫ মার্চ,১৯৯৮ ।
শান্তি বাহিনী প্রথম অস্ত্র সমর্পন করে কবে ? ১০ জানুয়ারি, ১৯৯৮ ।
পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়াম্যানের পদ মর্যাদা কি ? একজন প্রতিমন্ত্রীর সমান ।
SOFA কি ? Status of forces Agreement
HANA কি ? Humanitarian Assistance needs asssesment
বাংলাদেশ যুক্তরাষ্ট্রে HANA চু্ক্তি স্বাক্ষর কবে স্বাক্ষরিত করে ? আগষ্ট,১৯৯৮ সালে ।
বাংলাদেশ CTBT চুক্তি তে স্বাক্ষর করে কোন তারিখে ? ২৪ অক্টোবর, ১৯৯৬ ।
বাংলাদেশ CTBT চুক্তি তে স্বাক্ষরকারী কততম দেশ ? ১২৯ তম ।
বাংলাদেশ CTBT চুক্তি অনুমোদন করে কোন তারিখে ? ৭ মার্চ, ২০০০ ।
বাংলাদেশ CTBT চুক্তি অনুমোদনকারী কততম দেশ ? ২৮ তম ।
এ পর্যন্ত CTBT চুক্তি তে স্বাক্ষর করে কতটি দেশ ? ১৭৭ টি ।
বাংলাদেশ স্থলমাইন চুক্তিতে কবে স্বাক্ষর করে ? ৮মে, ১৯৯৯ সালে ।
বাংলাদেশ মায়ানমার মধ্যে স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় কবে ? ১২ নভেম্বর, ১৯৯৮ সালে ।
বাংলাদেশ-ভারতের মধ্যে ট্রেন চলাচল চুক্তি কবে স্বাক্ষরিত হয় ? ৪ জুলাই, ২০০০ সালে ।
বাংলাদেশ-সিঙ্গাপুর বানিজ্য সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় কবে ? ৩০ আগষ্ট, ২০০০ সালে ।
বাংলাদেশ-থাইল্যান্ড আসামী প্রত্যার্পন চুক্তি কবে স্বাক্ষরিত হয় ? ৯ জুলাই, ১৯৯৮ সালে ।
ঢাকা-কলকাতা বাস চুক্তি স্বাক্ষরিত হয় কবে ? ১৭ জুন, ১৯৯৯ সালে ।
গড়াই নদী খনন করার জন্য বাংলাদেশ চুক্তি করেছে কোন দেশের সাথে ? নেদারল্যান্ড ।