সংবিধান সংশোধন

বাংলাদেশের সংবিধানের এ পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে ? 
১৪টি ।

 সংবিধান সংশোধনের জন্য কত শতাংশ ভোটের প্রয়োজন হয় ?   
দুই-তৃতীয়াংশ ।

সংবিধান সংশোধন বিল রাষ্ট্রপতি কতদিনের মধ্যে পাশ করে ?   
৭ দিন ।

বাংলাদেশে সংসদীয় গনতন্ত্রের উত্তরন ঘটে কবে ?   
৬ আগষ্ট, ১৯৯১ সালে ।

সংসদীয় পদ্ধতির বিলের পক্ষে ও বিপক্ষে কতটি ভোট পড়ে ?  
পক্ষে ৩০৭ টি, বিপক্ষে কোন ভোট পড়ে নি ।

সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্টার জন্য দেশে গনভোট অনুষ্ঠিত হয় কবে ?   
১৫ সেপ্টেম্বর, ১৯৯১ সালে ।

চতুর্দশ সংশোধনী মন্ত্রী পরিষদে পাশ হয় কবে ?  
৮ মার্চ,২০০৪ সালে ।

চতুর্দশ সংশোধনী জাতীয় সংসদে উথাপতন করা হয় কবে ?  
১৭ মার্চ, ২০০৪ সালে ।

চতুর্দশ সংশোধনী জাতীয় সংসদে পাস হয় কবে ?  
১৬ মে, ২০০৪ সালে ।

চতুর্দশ সংশোধনীর পক্ষে ও বিপক্ষে কতটি ভোট পড়ে ?   
পক্ষে ২২৬টি, বিপক্ষে ১টি ।

চতুর্দশ সংশোধনী বিপক্ষে ভোট দেন কে ?  
বঙ্গবীর কাদের সিদ্দীকি ।

চতুর্দশ সংশোধনীতে রাষ্ট্রপতি স্বাক্ষর করে কবে ?   
১৭মে, ২০০৪ সালে ।