সামরিক ও প্রতিরক্ষা তথ্য

বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায়?
উঃ ঢাকায়।

বাংলাদেশ নৌ-বাহিনীর সদর দপ্তর কোথায়?
উঃ ঢাকায়।

বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর কোথায়?
উঃ ঢাকায়।

প্রথম বাঙ্গালী মুসলিম বিমান সেনা কে ছিলেন?
উঃ স্কোয়াড্রন লিডার আফাজুর রহমান।

বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতির নাম কি?
উঃ এম এ জি ওসমানী।

বাংলাদেশের সামরিক সদর দপ্তর কোথায়?
উঃ কুর্মিটোলায়।

কোন দিন সশস্ত্র বাহিনী দিবস?
উঃ ২১ নভেম্বর।

বাংলাদেশের কোথায় কোথায় সেনা নিবাস আছে?
উঃ ঢাকা, মিরপুর, সাভার, গাজিপুর, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম,রংপুর, সৈয়দপুর, বগুড়া, খুলনা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি,বান্দরবান, টাঙ্গাইল ও রাজশাহী।

বাংলাদেশের প্রথম মহিলা ব্রিগেডিয়ার কে?
উঃ সুরাইয়া রহমান।

এ পর্যন্তু সেনাবাহিনীতে পদোন্নতি প্রাপ্ত পূর্ন জেনারেল কে?
উঃ বঙ্গবীর জেনারেল ওসমানী।

বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কি?
উঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত দলের নাম কি?
উঃ ট্রাস্কফোর্স।

বাংলাদেশ রাইফেলস এর গোড়া পত্তন হয়েছিল কবে?
উঃ ১৯৭৫ সালে।

বাংলাদেশ রাইফেলস এর পূর্ব নাম কি?
উঃ রামগড় লোকাল ব্যাটালিয়ান।

বাংলাদেশ পুলিশ প্রশাসন চলে কোন রেগুলেশন দ্বারা?
উঃ ১৮৬১ সালের রেগুলেশন দ্বারা।

বাংলাদেশে মহিলা পুলিশ নিয়োগ কবে থেকে শুরু?
উঃ ১৯৭৬।

উপমহাদেশে কবে পুলিশ সার্ভিস চালূ হয়?
উঃ ১৮৬১ সালে।

বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কি?
উঃ বিএনএস পদ্মা।

বাংলাদেশ নৌবাহিনীর প্রতিক কি?
উঃ রণতরী।

প্যারাসুটের মাধ্যমে ধ্বংশ প্রাপ্ত বিমান থেকে অবতরনকে কি বলে?
উঃ বেল-আউট।

‘সোর্ড অব অনার’ সম্মান কাদের প্রদান করা হয়?
উঃ সেনাবাহিনীর শ্রেষ্ঠ ক্যাডেটদের।

বাংলাদেশে বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয় কার অধীনে?
উঃ প্রধানমন্ত্রী।

বাংলাদেশে নিয়োমিত সেনাবাহিনী কবে গঠন করা হয়?
উঃ ২১ নভেম্বর, ১৯৭১।

সশস্ত্র বহিনী দিবস পালিত হয়?
উঃ ২১ নভেম্বর।

বাংলাদেশ এয়ার ফোর্স ট্রেনিং একাডেমী কোথায় অবস্থিত?

উঃ যশোর।

বাংলাদেশে মিলিটারী একাডেমী কতটি ও কোথায়?
উঃ ১ টি। চট্ট্রগ্রামের ভাটিয়ারীতে।

বাংলাদেশে নেভাল একাডেমী কতটি ও কোথায়?

উঃ ১ টি। চট্ট্রগ্রামের পতেঙ্গায়।

বাংলাদেশে মেরিন একাডেমী কতটি ও কোথায়?
উঃ ১ টি। চট্ট্রগ্রামের জলদিয়ায়।

বাংলাদেশ পলিশ একাডেমী কতটি ও কোথায়?
উঃ ১টি। রাজশাহীর সারদায়।

আনসার প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ শফিপুর, গাজিপুর।

‘আমি যখন পুলিশ ছিলাম’ গ্রন্থের লেখক কে?

উঃ ধীরাজ ভট্টাচার্য।

বাংলাদেশে বর্তমানে কয়টি পুলিশ রেঞ্জ?
উঃ ৬ টি।

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ‘ডগ স্কোয়ার্ড’ কবে গঠিত হয়?   
উঃ ১৯৯৮ সালে।